নিজস্ব সংবাদদাতা: পুজোর সময় এমনিতেই সবজির দাম বেড়েছিল। তারপর ঘূর্ণিঝড় ডানার প্রভাবে নতুন করে সবজির দাম বাড়তে শুরু করেছে। মাথার হাত মধ্যবিত্তদের। কিছুদিন আগেই বন্যার জলে পচে নষ্ট হয়ে গিয়েছিল সবজি ক্ষেত। আর এবার হাজির সাইক্লোন। এ যেন মরার ওপর খাঁড়ার ঘা। বাজারে হাজার টাকা নিয়ে গেলেও সবজির ব্যাগ ভরছে না। শাক-সবজির উর্ধ্বমুখী দামে পকেটে টান সাধারণ মানুষের। ডানার জেরে বৃহস্পতিবার থেকে আতঙ্কের প্রহর গুনছিলেন রাজ্যের বাসিন্দা। বৃহস্পতিবার রাত থেকে রাজ্যে প্রবল বৃষ্টি শুরু হয়।
শুক্রবার সকালেও ভারী বৃষ্টিপাত হয়। বাজার এক প্রকার ফাঁকাই বলা যায়। খদ্দের নেই বললেও চলে। তারমধ্যেই সবজির দাম বেড়ে গিয়েছে। শুধু বাংলা নয়, ঘূর্ণিঝড়ের জেরে প্রভাবিত প্রতিবেশী রাজ্যেও সবজির দাম বেড়েছে। আলুর দাম প্রতি কেজি ৩০ টাকা থেকে ৫০ টাকা হয়ে গিয়েছে। বাজারে পেঁয়াজের দামও কেজি প্রতি ৪০ টাকা থেকে বেড়ে ৬০ টাকা হয়েছে। ডাব, বেগুন, লেডিফিঙ্গার, ফুলকপির মতো অন্যান্য সবজির দামও কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে।