আচার্যকেই বুড়ো আঙুল দেখালেন যাদবপুরের উপাচার্য

রবিবারের সমাবর্তনে যোগ দেন ভিসি বুদ্ধদেব সাউ।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: রবিবার ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন। আর তার ঠিক আগের দিন অর্থাৎ শনিবার সন্ধ্যে নাগাদ হঠাৎই উপাচার্য পদ থেকে সরিয়ে দেওয়া হয় উপাচার্য বুদ্ধদেব সাউকে। তাঁকে তাঁর পদ থেকে সরিয়ে দেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। আচার্যের এমন নির্দেশের পর তা অবজ্ঞা করে রবিবারের সমাবর্তনে যোগ দেন ভিসি বুদ্ধদেব সাউ। সমগ্র অনুষ্ঠানেই উপস্থিত থাকেন তিনি। তাতে বেজায় চটে যান রাজ্যপাল। কিন্তু তাতে কিই বা যায় আসে?

আজ ফের একবার আচার্যের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এলেন বুদ্ধদেব সাউ। শুধু এলেনই না, নিজের নীলবাতি গাড়িতে করে ক্যাম্পাস ঘুরলেন তিনি। বললেন, নিয়ম নীতি মেনেই তিনি এই কাজ করেছেন। কোনও নিয়মের লঙ্ঘন করেননি। কিন্তু কেন তিনি আচার্যকে অবজ্ঞা করছেন প্রতিনিয়ত, তার সঠিক কোনও তথ্য সামনে আসেনি। তবে আচার্য বনাম উপাচার্য যেন জোরালো হয়ে উঠছে। 

hiren