নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার গিয়েছিলেন রাজ্যপালের সঙ্গে দেখা করতে। কিন্তু রাজভবনে ঢুকতে পারেননি। পুলিশি বাধার অভিযোগ তুলে হাইকোর্টে গিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আদালতের নির্দেশ শুভেন্দুর পক্ষেই গিয়েছে। তারপর রবিবাসরীয় সন্ধ্যায় ঘরছাড়া বিজেপি কর্মী-সমর্থকদের নিয়ে রাজভবনে গেলেন শুভেন্দু অধিকারী। বোসের সাক্ষাৎ শেষে বেরিয়ে বিরোধী দলনেতার গলায় শোনা গেল, 'জুডিশিয়ারি জিন্দা হ্যায়।'
জানা গিয়েছে, প্রায় ১০-১২ মিনিটে সংক্ষেপে রাজ্যপালকে সামগ্রিক পরিস্থিতির কথা তুলে ধরেন শুভেন্দু অধিকারী। নিজেদের অভিযোগের স্বপক্ষে লিখিত নথি, ভিডিয়ো ফুটেজ, স্টিল ছবি তুলে দেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে। বেরিয়ে শুভেন্দু বললেন, "বিচার ব্যবস্থা বেঁচে আছে বলেই কেষ্ট মণ্ডল, হেমন্ত সোরেন, কেজরিওয়ালের মতো ডাকাতরা জেলের ভিতরে আছে। বিচার ব্যবস্থা বেঁচে আছে বলেই, আমি লড়াই করে আবার আজ আক্রান্তদের নিয়ে রাজভবনে এসে দেখা করলাম সাংবিধানিক প্রধানের সঙ্গে।"