কলকাতায় বাংলাতে লিখতেই হবে সাইনবোর্ড! বড় সিদ্ধান্ত কলকাতা পুরসভার

কলকাতায় বাংলাতে লিখতেই হবে সাইনবোর্ড! বড় সিদ্ধান্ত কলকাতা পুরসভার।

author-image
Tamalika Chakraborty
New Update
gg


নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি ধ্রুপদী ভাষায় স্বীকৃতি পেয়েছে বাংলা ভাষা। এই নিয়ে নতুন করে একাধিক ভাবনা চিন্তা প্রশাসন শুরু করেছে। কলকাতা পুরসভার বৈঠকে সেই প্রসঙ্গ উঠে এল।  আর সেখানেই এক অভিনব সিদ্ধান্ত নেওয়া হল। আন্যান্য ভাষার সঙ্গে সঙ্গে কলকাতাতে বাংলা ভাষা সাইনবোর্ড লিখতেই হবে। বাংলায় সাইনবোর্ড লেখা বাধ্যতামূলক। খুব শীঘ্রই এই বিষয়ে  বিভিন্ন ওয়ার্ডে নির্দেশিকা পৌঁছে যাবে। 

পুরসভার অধীনে মেয়র ফিরহাদ হাকিম বলেন,  বাংলা ভাষা ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃতি পাওয়ায় আমরা খুশি। কলকাতা শহর যেহেতু দীর্ঘদিন ধরে ইংরেজদের শাসনে ছিল সেকারণে এখানে তার প্রভাব রয়েছে। তবে বাংলা ভাষায় সাইনবোর্ড লিখতেই। তার তলায় অন্য ভাষা থাকতেই পারে। বিল্ডিংয়ের নাম দোকানের নাম ইংরেজিতে থাকুক তাতে ক্ষতি নেই, কিন্তু তার উপরে বাংলাতেও লিখতে হবে।  এই বিষয়ে প্রতিটি ওয়ার্ডে নোটিশ যাবে। 

তবে কলকাতা পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। অনেকেরই মতে কোথাও যেন ক্রমশ কলকাতার বুক থেকে হারিয়ে যেতে বসেছিল বাংলা ভাষা। কলকাতার বহু রাস্তা রয়েছে সেখানে বাংলা ভাষা কার্যত চলে না বললেই চলে।  সেখানে এই ধরনের সিদ্ধান্ক যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ।