এই মুহূর্তের বড় খবরঃআপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়ায় ফের ধাক্কা, স্থগিত

আপার প্রাইমারির নিয়োগ প্রক্রিয়া নিয়ে জানা গেল বড় খবর।

author-image
Aniruddha Chakraborty
New Update
শূন্যপদ পূরণের জন্য বড় পদক্ষেপ SSC-র

file pic

নিজস্ব সংবাদদাতাঃ ফের ধাক্কা খেল উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া। শুক্রবার অর্থাৎ আজ জানা গিয়েছে, আপাতত স্থগিত হয়ে গেল আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের পার্সোনালিটি টেস্ট। সূত্রে খবর, আগামী ২ এপ্রিল উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থী পার্শ্বশিক্ষকদের পার্সোনালিটি টেস্ট হওয়ার কথা ছিল। কিন্তু সেদিন পার্সোনালিটি টেস্ট নেওয়া যাবে কিনা, তার উপরেই আপাতত বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গিয়েছে। ফলে বলা যেতেই পারে, আপাতত ব্যাহত আপার প্রাইমারির পার্সোনালিটি টেস্ট। 

জব

জানা গিয়েছে, সামনে লোকসভা নির্বাচন রয়েছে। জাতীয় নির্বাচন কমিশন থেকে ইতিমধ্যেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দেওয়া হয়ে গিয়েছে। আর সঙ্গে সঙ্গে দেশজুড়ে জারি হয়ে গিয়েছে আদর্শ আচরণবিধি। এমন অবস্থায় আদর্শ আচরণবিধি কার্যকর থাকাকালীন আদৌ চাকরির নিয়োগ প্রক্রিয়া চালানো যাবে কিনা, তা নিয়ে ধোঁয়াশায় স্কুল সার্ভিস কমিশন। সেই কারণে আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের পার্সোনালিটি টেস্ট। সূত্রে খবর, ইতিমধ্যে এই ধোঁয়াশা কাটাতে নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছে স্কুল সার্ভিস কমিশন। সেই চিঠিতে যদি নির্বাচন কমিশনের তরফ থেকে ইতিবাচক কোনও জবাব মেলে, তবেই পার্সোনালিটি টেস্ট নেবে এসএসসি। নাহলে ভোটের মধ্যে নিয়োগ প্রক্রিয়া এগনোর কোনও সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে।

SSC

Add 1

স্ব

স