আন্দোলন থামিয়ে দিলে আমরা আগের অবস্থায় ফিরে যাবো! বিস্ফোরক শিল্পী উপল সেনগুপ্ত

আরজি কর কাণ্ডের প্রতিবাদ দেখিয়ে মিছিলে হাঁটলেন উপল সেনগুপ্ত।

author-image
Tamalika Chakraborty
New Update
upal sengupta


নিজস্ব সংবাদদাতা: আরজি কাণ্ড নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন সংগীত শিল্পী উপল সেনগুপ্ত। তিনি বলেন,  "যাঁরা এই আন্দোলনে রোজ নামছেন, তাঁরা কেউ এই আন্দোলনটাকে ছেড়ে দেওয়ার জন্য নামেননি। এত মিছিল হচ্ছে, এরকম অনেক মিছিলেই আমি সামিল হয়েছি। আমরা যদি এই প্রতিবাদ, এই মিছিল থামিয়ে দিলে, আমরা আগের অবস্থায় ফিরে যাবো। বিচার পেতে দেরি হবে। এই যে মানুষের এত চাপ, তা কখনই মিথ্যা হবে না।"

কাল চিকিৎসক ধর্ষণ-খুনের ১ মাস। কালকেই সুপ্রিম কোর্টে আরজি কর কাণ্ডের শুনানি। আজকে ফের রাত দখলের ডাক দেওয়া হয়েছে। কাল সকালে শিলিগুড়িতে ভোর দখলের ডাক দিয়েছেন ক্রীড়াবিদ মান্তু ঘোষ। প্রসঙ্গত, ৯ আগাস্ট আরজি কর হাসপাতালের চেস্ট ডিপার্টমেন্টের সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ পাওয়া যায়।  তারপর থেকে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে থাকে। কলকাতা পুলিশের হাত থেকে তদন্তভার সিবিআই ১৩ আগাস্ট নিজেদের হাতে নেয় হাইকোর্টের নির্দেশে। এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া যুবকের নাম সঞ্জয় রায়। তিনি পেশায় সিভিক পুলিশ। বার বার অভিযোগ উঠছে, পুলিশের কারণে একাধিক প্রমাণ নষ্ট হয়ে গিয়েছে। পুলিশের ভূমিকা নিয়ে সিবিআইয়ের আধিকরারিকরাও ক্ষোভ প্রকাশ করেছে বলে জানা গিয়েছে।

kumartuli protest

 আজকে বিশ্বের একাধিক জায়গায় স্থানীয় সময় পাঁচটার সময় মানববন্ধন করবেন প্রবাসীরা। এছাড়াও রাজ্যের মানুষ সারা দিন জুড়ে একাধিক কর্মসূচির ডাক দিয়েছেন।  এই তদন্তে সিবিআই শতাধিক ব্য়ক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে।  তবে অনেকের বয়ানে অসঙ্গতি দেখা গিয়েছে। অনেকের ক্ষেত্রে বয়ানের সঙ্গে ফোন লোকেশন মিলছে না। অন্যদিকে, সম্প্রতি তদন্তে দেখা গিয়েছে, সিবিআইকে যখন প্রাক্তন প্রিন্সিপাল বলেছেন, যে তিনি সকাল দশটার সময় ড্রাইভারকে ফোন করেছিলেন। তখন তাঁর চালক দাবি করেছেন, সন্দীপ ঘোষ তাঁকে কাকভোরে ফোন করেছেন। গাড়ির গতিপ্রকৃতি সরোজমিনে তদন্ত করে দেখা হবে বলেও জানা গিয়েছে।    

 tamacha4.jpeg