কংক্রিটের জঙ্গলে স্থায়ী থাকুক 'উমার ভিটে'

বিভিন্ন পুজো মণ্ডপে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সেখানে পিছিয়ে নেই বৃন্দাবন মাতৃ মন্দিরও।

author-image
SWETA MITRA
New Update
joii.jpg

 নিজস্ব সংবাদদাতাঃ প্রতি বছরের ন্যায় এবছরও এক অসাধারণ চমক দিতে চলেছে বৃন্দাবন মাতৃমন্দির । উত্তর কলকাতা মানেই একটা আলাদাই নস্টালজিয়া কাজ করে সকলের মধ্যে।

impact

উত্তর কলকাতার অলি গলি বর্তমানে জানান দিচ্ছে পুজো আসছে। আর চলতি বছরে দুর্গাপুজোর এক দারুণ চমক অপেক্ষা করছে সকলের জন্য বৃন্দাবন মাতৃ মন্দিরের (Brindaban Matri Mandir) তরফে। এ বছর এই পুজো কমিটির পুজোর বয়স হল ১১৪ বছর। এ বছর তাঁদের থিম ‘উমার ভিটে।‘

MATRI.jpg

মাতৃ শৈলীতে রয়েছে কৃশানু পাল। সৃজনীতে রয়েছেন ইন্দ্রজিৎ রায়। এছাড়া আলোক মায়ায় রয়েছেন অরূপ স্বরূপ। আধুনিক সময়ে বারোয়ারি দুর্গাপুজোর মাহাত্ম্য যেন হালকা না হয়ে যায় সেটাই থিমের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবে এই পুজো কমিটি।