রাষ্ট্রপতিকে চিঠি-এবার মুখ্যমন্ত্রী মমতার পদত্যাগ! সামনে এল বড় ঘোষণা

আরজি কর কাণ্ডে উত্তাল গোটা দেশ।

author-image
Aniruddha Chakraborty
New Update
aaaaa

file pic

নিজস্ব সংবাদদাতাঃ আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ধর্ষণ-খুনের মামলায় জুনিয়র ডাক্তারদের রাষ্ট্রপতিকে চিঠি দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেছেন, "কলকাতায় যা ঘটেছে তা নিয়ন্ত্রণের বাইরে। রাষ্ট্রপতি ও পশ্চিমবঙ্গের রাজ্যপাল দায়িত্ব না নিলে সাধারণ মানুষের হিংসা হতে পারে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত, কারণ ৬০ দিনেরও বেশি সময় হয়ে গেছে এবং তিনি এই ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেননি।" 

কম

প্রসঙ্গত, বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক ভেস্তে যায় জুনিয়র চিকিৎসকদের। ফলে সল্টলেকের অবস্থান মঞ্চে ফিরে আসেন তাঁরা। তবে নিজেদের দাবি-দাওয়া নিয়ে কোনও সুরাহা না হওয়ায় এবার হাঁটলেন বিকল্প পথে। অচলাবস্থা কাটাতে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি পাঠালেন তাঁরা। জানা গিয়েছে, শুধু রাষ্ট্রপতি নয়, পাশাপাশি উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ও প্রধানমন্ত্রীকেও চিঠির প্রতিলিপি পাঠালেন আন্দোলনকারীরা। এমনকী, চিঠি গিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছেও। এই চিঠি পাঠানোর প্রসঙ্গে জুনিয়র ডাক্তারদের বক্তব্য, তাঁরা নবান্ন পর্যন্ত গিয়েছিলেন। তবে বৃহস্পতিবার সন্ধ্যাবেলা তাঁদের যে অভিজ্ঞতা হয়েছে তাতে তাঁরা মনে করছেন এই অচলাবস্থা কাটাতে রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়া একান্ত প্রয়োজন।