নিজস্ব সংবাদদাতাঃ পঞ্চায়েত ভোটের হিংসার ঘটনায় সকাল থেকেই তপ্ত বাংলা। দফায় দফায় গুলি, বোমাবাজি। একের পর এক মায়ের কোল খালি হয়ে গিয়েছে। সূত্রে খবর, ভোটের দিনে ১৫জনের প্রাণ গিয়েছে। ৩১ দিনে ৩৩জনের মৃত্যু হয়েছে বলেও দাবি করা হচ্ছে। তবে কমিশন অবশ্য এত মৃত্যুর কথা স্বীকার করেনি। পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে বাংলায় যে হিংসার চিত্র ফুটে উঠেছে তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল।
কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে আমরা দেখছি তরুণরা ব্যালট বাক্স নিয়ে দৌড়াচ্ছে, আর দুর্বৃত্তরা হাতে বোমা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ভোটকেন্দ্রে সহিংসতার ঘটনা ঘটছে। এই সহিংসতার পেছনে কারা? এর জন্য দায়ী কে?"
পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের সময় সহিংসতা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল বলেন, 'মমতা সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এর জবাব দেওয়া উচিত।'