লাঠিচার্জ করুক, গুলি মারুক এখান থেকে নড়বো না! আরও জোড়াল হল চাকরিহারাদের আন্দোলন

বিক্ষোভে ফেটে পড়লেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা।

author-image
Tamalika Chakraborty
New Update
ssc protettt


নিজস্ব সংবাদদাতা: সোমবার চাকরিহারাদের ১৩ জন প্রতিনিধি দল এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের দুই ঘণ্টা পর প্রতিনিধি দল বেরিয়ে আসেন। তারপরেই সেই প্রতিনিধি দলের সদস্যরা গর্জে ওঠেন। তাঁরা বলেন, "এসএসসির চেয়ারম্যান জানিয়েছেন, তৃতীয় কাউন্সিল পর্যন্ত সবাই বৈধ। তারপরে সবাই অবৈধ। আমারা যোগ্যতার নিরিখে চাকরি পেয়েছি। আমাদের চাকরি কাউকে নিতে দেব না। আমার চাকরি চলে গেলে এই এসএসসি ভবনের জ্বালিয়ে দেব।" তাঁরা বলেন, "আমাদের সম্মান নিয়ে খেলছে কমিশন আর সরকার। আমাদের যদি চাকরি যায়, ক্ষতিপূরণ ২ কোটি টাকা দিতে হবে। সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী এবং বাকিরা এসে বলুক, তাঁদের দোষের জন্য আমাদের চাকরি গেছে। আজকে আমাদের সম্মান কোথায় গেল? লোকে বলবে আমরা টাকা দিয়ে চাকরি পেয়েছি, কেউ বুঝবে না। আমাদের অসমাজিক ভাববে। আমরা এসএসসি ভবন থেকে কাউকে বাইরে বের হতে দেব না। আমরাও কোথাও যাবো না। আমাদের ওপর লাঠিচার্জ করুক, গুলি করুক কিছু যায় আসে না। আমরা প্রাণের মায়া করছি না। অন্য কেউ টাকা দিয়ে চাকরি করবে, আমরা তার ফল ভোগ করতে দেবো না।"

Ssc