ফিরহাদের এলাকায় 'অবৈধ নির্মাণ' ভেঙে বিপত্তি! মৃত ২, আহত ১৫

গার্ডেনরিচে ঝুপড়ির উপর ভেঙে পড়ল নির্মীণমান বহুতল।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
ক

file pic

নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত গার্ডেনরিচের মোল্লাবাগান এলাকায় রবিবার মাঝরাতে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে। সেই বহুতলের আশপাশে ছিল প্রচুর ঝুপড়ি। বহুতল ঝুপড়ির উপর ভেঙে পড়ার ফলে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছান কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা। পৌঁছায় জাতীয় বিপর্যয় মোকাবিলাকারী দলও। ভগ্নস্তূপের মধ্যে থেকেই চলে উদ্ধারকাজ। এখনও পর্যন্ত ১৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। এদের মধ্যে পাঁচ জন এসএসকেএমের ট্রমা কেয়ারে চিকিৎসাধীন। প্রত্যেকেরই আঘাত গুরুতর বলে জানা গিয়েছে। এখনও ধ্বংসস্তূপের নীচে অনেকের থাকার আশঙ্কা রয়েছে। তাঁদের খোঁজে চালানো হচ্ছে উদ্ধারকাজ। এখনও পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত ২জনই মহিলা বলে জানা গিয়েছে। তবে মৃত এবং আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

.k,

সূত্রে খবর, ঘটনাস্থল যথেষ্ট ঘিঞ্জি হওয়ায় দমকল এবং উদ্ধারকারী দলকে ভিতরে যেতে বেগ পেতে হয়। তবে বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকল পৌঁছে উদ্ধারের কাজ শুরু করে। এনডিআরএফ ডগ স্কোয়াড থেকে ২টি কুকুরকেও সঙ্গে করে আনা হয়। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গয়াল-সহ কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থলে পৌঁছান।

Add 1

স

cityaddnew