নিজস্ব প্রতিনিধি: আচমকাই মাঝগঙ্গায় উলটে গেল একটি স্পিড বোট। ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার দক্ষিণ জগদীশপুর জেলেপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল গঙ্গায় হঠাৎই বান আসে। সেই সময় মাঝগঙ্গায় ছিল একটি স্পিড বোট। বানের তোড়ে আচমকাই উলটে যায় স্পিড বোটটি। বোটে ৪ জন ছিলেন। সেই সময় নদীর পাড়ে থাকা অন্যান্য নৌকা ও লঞ্চ মাঝগঙ্গায় গিয়ে উলটে যাওয়া স্পিডবোটে থাকা ৪ জনকে উদ্ধার করে। আর সেই বানের ভিডিও ভাইরাল হচ্ছে চারিদিকে।