Jadavpur University: আর পাওয়া হল না 'ইনস্টিটিউশন অব এমিনেন্স' সম্মান!

যাদবপুর বিশ্ববিদ্যালয়কে 'ইনস্টিটিউশন অব এমিনেন্স'-এর সম্মান না দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে সুপারিশ করেছে ইউজিসি।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
ন্মন

নিজস্ব সংবাদদাতাঃ  'ইনস্টিটিউশন অব এমিনেন্স'-এর মর্যাদা পাওয়া হচ্ছে না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি-র এক বিশেষজ্ঞ কমিটি যাদবপুর এবং জামিয়া হামদর্দ বিশ্বদ্যালয়কে এই সম্মান না দেওয়ার সুপারিশ করেছে। এর আগে, এই দুই বিশ্ববিদ্যালয়কেই 'ইনস্টিটিউশন অব এমিনেন্স'-এর মর্যাদা দেবে বলে তালিকাভুক্ত করেছিল কেন্দ্রীয় সরকার। বর্তমানে দিল্লি বিশ্ববিদ্যালয়, বিএইচইউ, হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়, আইআইএসসি ব্যাঙ্গালোর, আইআইটি বম্বে, আইআইটি দিল্লি, আইআইটি খড়গপুর, আইআইটি মাদ্রাজের মতো দেশের কিছু হাতেগোনা শিক্ষা প্রতিষ্ঠানের পকেটে এই সম্মান রয়েছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক অবশ্য এখনও পর্যন্ত ইউজিসি-র এই সুপারিশ সম্পর্কে কিছু জানায়নি। যাদবপুর বা জামিয়া হামদর্দ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।