নিজস্ব সংবাদদাতাঃ শনিবার রাতে নিউটাউনে চলল গুলি। ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের। জানা গিয়েছে, বাইকে চড়ে এসে দু’জন দুষ্কৃতী আচমকাই গুলি চালায়। আশঙ্কাজনক অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন আহত যুবক। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে খবর, নিউটাউনের রামমন্দিরের চায়ের দোকানে বসেছিলেন নাসিমুদ্দিন খান নামের ওই যুবক। তিনি ইটের পাশাপাশি কয়লার ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন। এদিন রাত্রিবেলা আচমকা বাইকে করে সেখানে দু’জন এসে উপস্থিত হয় ওই চায়ের দোকানের সামনে। পুলিশ সূত্রে খবর, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে যুবকের বুকে গুলি করা হয়। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। দ্রুত এলাকাবাসী এসে ওই যুবককে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
জানা গিয়েছে, ঘটনার খবর পেয়ে সেখানে উপস্থিত হয়েছে ইকোপার্ক থানার পুলিশ। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তদন্ত। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজও। তবে কী কারণে এই খুন তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।