আন্দোলনে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ, অনশনে বসলেন আরও দুই জুনিয়র চিকিৎসক

অনশনে বসলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের দুই জুনিয়র চিকিৎসক।

author-image
Tamalika Chakraborty
New Update
hungery strike

নিজস্ব সংবাদদাতা: কলকাতার পাশাপাশি অনশনে সামিল হলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের দুই জুনিয়র চিকিৎসক। সোমবার থেকে অনশনে বসলেন শৌভিক বন্দ্যোপাধ্যায় ও কুমার বর্মা নামের দুই জুনিয়র চিকিৎসক। এখনও পর্যন্ত অনশনে বসেছেন ৯ জন জুনিয়র চিকিৎসক। পাশে থাকার বার্তা দিয়েছেন সিনিয়র চিকিৎসকরা। তাঁরা রিলে অনশন করবেন বলে জানিয়েছেন। কাল রাজ্যজুড়ে বিভিন্ন মেডিক্যাল কলেজে ১২ ঘণ্টার প্রতীকী অনশন কর্মসূচির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেডিক্যাল  কলেজগুলোর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা অনশন করবেন বলে জানা গিয়েছে। পাশাপাশি কাল বিকেল সাড়ে চারটের সময় কলেজ স্কোয়ার থেকে মহামিছিলের ডাক দেওয়া হয়েছে। 

দুই দিন অতিক্রান্ত হওয়ার পরেও জুনিয়র চিকিৎসকদের অনশন অব্যাহত রয়েছে। সোমবার আরও দুই জন জুনিয়র চিকিৎসক অনশনে বসেছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে, পঞ্চমীতে জুনিয়র চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের তরফে জোড়া কর্মসূচি নেওয়া হয়েছে। তারমধ্যে  সমস্ত মেডিক্যাল কলেজ ও  হাসপাতালগুলোতে  ১২ ঘণ্টার প্রতীকি অনশন করছেন চিকিৎসক  ও স্বাস্থ্যকর্মীরা। পাশাপাশি আগামীকাল অর্থাৎ পঞ্চমীতে মহামিছিলের ডাক দিয়েছেন। জুনিয়র চিকিৎসক, সিনিয়র চিকিৎসক ও স্বা্থ্যকর্মীদের তরফে এই মিছিলের ডাক দেওয়া হয়েছে। ১০ দফা দাবি নিয়ে শনিবার রাত সাড়ে ৮টা থেকে আমরণ অনশন শুরু করেন ছয় জুনিয়র ডাক্তার। কলকাতা মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়া তনয়া পাঁজা, অনুষ্টুপ মুখোপাধ্যায় ও স্নিগ্ধা হাজরা অনশন করছেন।  এসএসকেএমের ডাক্তারি পড়ুয়া অর্ণব মুখোপাধ্যায় ও এনআরএসের পড়ুয়া পুলস্ত্য আচার্যও অনশনে রয়েছে। রবিবার রাতে তাঁদের সঙ্গে যোগ দেন আর জি কর মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো।  সোমবার বিকেলে আরও দুই জন জুনিয়র চিকিৎস অবস্থানে বসেছেন।

 tamacha4.jpeg