নিজস্ব সংবাদদাতা: বেআইনিভাবে চাকরিপ্রাপকদের তালিকা রয়েছে৷ বয়ানও রেকর্ড করা হয়েছে৷ তবু তাঁদের কেন গ্রেফতার করা হচ্ছে না? শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের অগ্রগতি নিয়ে এর আগেও বিচারকের প্রশ্নের মুখে পড়েছে সিবিআই৷ কিন্তু এবার নজর কাড়ল অন্য একটি বিষয়৷ শুক্রবার প্রথম আলিপুর সিবিআই আদালতে অর্পণ চট্টোপাধ্যায়ের এজলাসে হঠাৎ এসে উপস্থিত হলেন এসএসসি সিটের হেড ডিআইজি অশ্বীন সেনভি এবং এসিবি হেড ডিআইজি জয়দেবান। জানা যায় যে আলিপুর কোর্টে শুনানির আগেই বিচারকের সঙ্গে দেখা করেন এসএসসি সিটের আধিকারিকরা। সিবিআই জানায়, এই মামলায় আরও বেশ কিছু প্রমাণ পাওয়া বাকি রয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি অগ্রগতি আনতেই কি হাজির হয়েছেন ডিআইজি-রা?