নিজস্ব সংবাদদাতা: ধাওয়া করে ইভটিজিং। ক্রমশ বাড়ছে পানাগড়কাণ্ডে রহস্যের জট । জিটি রোডে দুর্ঘটনায় তরুণীর মৃত্যুর ঘটনায় এখনও অধরা অভিযুক্তরা। দুদিন পার করেও, এখনও অভিযুক্ত ৫জনের হদিশ পেল না পুলিশ!
অভিযুক্ত বাবলু যাদবের কারখানার কর্মী জানিয়েছেন, 'গতকাল সন্ধ্যা ৭টা নাগাদ বাড়ি থেকে বেরোয় বাবলু যাদব'। রাতে সঙ্গীরা বাড়ি ফিরে বাইক নিয়ে বেরিয়ে যায়। তবে এখন কোথায় বাবলু ? তাঁকে আড়ালের চেষ্টা দেখছে নিহতের পরিবার। ধরা পড়বে বাবলু যাদব, দাবি পুলিশের ।