নিজস্ব সংবাদদাতা: এবার পুলিশের বিরুদ্ধে বড় অভিযোগ আনলেন বিজেপি নেতা সজল ঘোষ। এই বছর সাধারণত কলকাতার সবচেয়ে জনপ্রিয় ও অভিনব পূজা প্যান্ডেল বানিয়েছে সজল ঘোষের সন্তোষ মিত্র স্কয়ার। যার ফলে লক্ষ লক্ষ মানুষ এই মণ্ডপে ভিড় জমাচ্ছেন। তবে এবার সন্তোষ মিত্র স্কয়ারে মানুষকে আসতে না দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। পুলিশের বিরুদ্ধে মন্ডপে আসার প্রধান দুটি রাস্তা বিবি গাঙ্গুলি স্ট্রিট ও আমহার স্ট্রিটকে আটকে দেওয়ার অভিযোগ আনলেন সজল ঘোষ।
তার প্যান্ডেলের জন্য জনপ্রিয় দক্ষিণ কলকাতার বিগ বাজেট প্যান্ডেলগুলিতেও লোক হচ্ছে না, তাই পরিকল্পিতভাবে এই চক্রান্ত করা হচ্ছে বলে কার্যত বিস্ফোরক অভিযোগ আনলেন সজল ঘোষ। ফলে নিভিয়ে দেওয়া হল মণ্ডপের আলো। সজল ঘোষের এই সিদ্ধান্তে হতাশ দর্শনার্থীরা। ফলে অনেকের মনেই প্রশ্ন উঠছে, এবার কি দূর্গাপূজাতেও রাজনীতির রং লাগতে শুরু করল?