নিজস্ব সংবাদদাতা: রাত পোহালেই বিজেপির সভা। সেখানে উপস্থিত থাকছেন অমিত শাহ। রাজ্য-রাজনীতিতে তার পারদ ক্রমেই বেড়ে চলেছে। বিজেপির সভার আগেই বাংলার বিধানসভা উত্তাল হতে চলেছে। একদিকে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে বিধানসভায় অবস্থানে বসছে তৃণমূল। অন্যদিকে, রাজ্যের বিভিন্ন সরকারি দফতরের দুর্নীতির অভিযোগে বিজেপির আনা প্রস্তাব খারিজ করে দিয়েছে অধ্যক্ষ। যার জেরে বিধানসভায় বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি বিধায়করা। তাঁদের হাতে পোস্টার ছিল। দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানোর পর তাঁরা ওয়াক আউট করেন।