ন্যায় বিচার চায় তৃণমূল!

চেতলায় ফিরহাদ হাকিমের নেতৃত্বে অনুষ্ঠিত হল তৃণমূলের ধর্না-অবস্থান। বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়ান তিনি, ক্ষোভ উগড়ে দেন ট্যুইটারেও। ন্যায় বিচারের দাবিতে এই প্রতিবাদ বলে জানিয়েছেন তিনি।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
111111

নিজস্ব সংবাদদাতা : জেলায় জেলায় কেন্দ্রের বঞ্চনার প্রতি সরব হয়ে ধর্না-অবস্থান কর্মসূচি পালন করল তৃণমূল কংগ্রেস। দাবি, ন্যায়-বিচার। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এক ট্যুইট বার্তায় কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ শানিয়ে লিখেছেন, ''তারা জনগণের আদেশ মেনে নিতে পারেনি, বাংলার হেরে গিয়ে প্রতিহিংসামূলকভাবে MGNREGA এবং আবাস যোজনার তহবিলের টাকা আটকে দিয়েছে। ফলস্বরূপ আমাদের সমাজের সবচেয়ে অভাবী সদস্যদের আক্রমণ করেছে।যদিও PM Cares ফান্ডে ১০০ কোটি টাকার হিসাব নেই।আমাদের ন্যায্য তহবিল আমাদের কাছে অস্বীকার করা হয়েছে।আজ আমরা বাংলার ন্যায় বিচারের দাবিতে প্রতিবাদে বসেছি।''