সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল ছাত্রনেতার বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ, মেডিক্যাল কলেজে আন্দোলন

দেশ জুড়ে আন্দোলন চলছে।

author-image
Adrita
New Update
দ

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ দিনভর ঘেরাও বিক্ষোভের পর তৃণমূল ছাত্র পরিষদের নেতা তথা সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলে মুস্তাফিজুর রহমান মল্লিককে বহিষ্কার করলো মেদিনীপুর মেডিকেল। মেডিকেল কাউন্সিলের বৈঠকে এমনই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আরজি করের ঘটনায় যখন তোলপাড় গোটা রাজ্য, সেই সময় মেদিনীপুর মেডিকেলেও র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। জানা গিয়েছে যে তৃণমূল ছাত্রনেতার বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। যা নিয়ে সরব হয়েছে জুনিয়র ডাক্তাররা।

h

সূত্র মারফত জানা গিয়েছে যে, প্রভাব খাটিয়ে পরীক্ষায় পাস করানো এবং ফেল করানোর হুমকি দেওয়া, ছাত্রীদের  মঞ্চে তুলে ট্রেন্ডিং গানে নাচ করানো হতে বলে অভিযোগ উঠেছিল মুস্তাফিজুরের বিরুদ্ধে। সেই অভিযোগে মেদিনীপুর মেডিকেল কলেজে বিক্ষোভ দেখিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। যার ফলে মুস্তাফিজুরকে কলেজ ও হাসপাতাল চত্বরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল কর্তৃপক্ষ। কিন্তু তার ২৪ ঘন্টা পেরোনোর আগেই হাউসস্টাফ হিসেবে তাকে আবার প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এই ঘটনার পরেই ডিন ও হাসপাতাল সুপারকে ঘেরাও করে রেখেছিলেন জুনিয়র ডাক্তাররা। 

Ragging allegation surfaces at Midnapore Medical College | Sangbad Pratidin

এই ঘটনার পরে এক বৈঠকে বসে মেদিনীপুর মেডিকেল কাউন্সিল। কলেজের অধ্যক্ষা মৌসুমী নন্দী জানিয়েছেন যে, '' কাউন্সেলিং বৈঠকে ঠিক হয়েছে মুস্তাফিজুর রহমানকে বহিষ্কার করা হবে। জুনিয়র ডাক্তাররা বলেন যে, " অভিযুক্তের বিরুদ্ধে আমরা বিভিন্ন প্রমাণ দেখিয়েছি কর্তৃপক্ষকে। এটা আন্দোলনের জয় হলেও মূল যে আন্দোলন অভয়ার বিচার, সেই দাবিতে কিন্তু আন্দোলন অব্যাহত থাকবে। "

এ ক্ষেত্রে উল্লেখ্য যে, দুদিন আগে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই। আগামী এক সপ্তাহের জন্য তাকে সিবিআইয়ের বিশেষ আদালতেই থাকতে হবে। 

sandiprgkar