জাতীয় দলের তকমা হারিয়ে আইনি পথ খতিয়ে দেখছে তৃণমূল

বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের জাতীয় দলের স্বীকৃতি প্রত্যাহার করে নিয়েছে নির্বাচন কমিশন। তৃণমূল এখন শুধু আঞ্চলিক দল। ২০২৪ লোকসভায় নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি লড়াইয়ে নামার আগে ধাক্কা খেলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
Aniruddha Chakraborty
New Update
;;;;

নিজস্ব সংবাদদাতাঃ বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের জাতীয় দলের স্বীকৃতি প্রত্যাহার করে নিয়েছে নির্বাচন কমিশন। তৃণূমল এখন শুধু আঞ্চলিক দল। ২০২৪ লোকসভায় নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি লড়াইয়ে নামার আগে ধাক্কা খেলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, জাতীয় দলের স্বীকৃতি কাড়া নিয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আইনি পথ কী থাকছে, কীভাবে লড়া যায় তা খতিয়ে দেখছেন। তৃণমূলের পাশাপাশি এনসিপি ও সিপিআইয়ের জাতীয় দলের স্বীকৃতি কেড়েছে কমিশন। আম আদমি পার্টিকে জাতীয় দলের স্বীকৃতি দেওয়া হয়েছে।