নিজস্ব সংবাদদাতা: মমতার বিরুদ্ধে এবার কড়া নিশানা করেছেন অমিত মালব্য। তিনি বলেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসংস্থানের কথা বলা শেষ ব্যক্তি হওয়া উচিত। তার শাসনামলে, পশ্চিমবঙ্গের প্রতিটি চাকরি - শিক্ষক থেকে শুরু করে পিয়ন, পুলিশ কনস্টেবল থেকে শুরু করে নাগরিক স্বেচ্ছাসেবক - বিক্রির জন্য দায়ী হয়েছে। তৃণমূল নেতারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর পরিবারের পকেট ভরার জন্য দরিদ্রদের লুট করেছেন। তাঁর ঘনিষ্ঠ সহযোগী পার্থ চ্যাটার্জির বাসভবন থেকে উদ্ধার হওয়া টাকার পাহাড়ই যথেষ্ট প্রমাণ। যে বিষয়গুলি সম্পর্কে তাঁর স্পষ্ট কোনও ধারণা নেই, সে বিষয়ে মন্তব্য করা থেকে তাঁর বিরত থাকা উচিত"।
/anm-bengali/media/media_files/9WHwY7OvtrhbQsHk0fOM.jpg)