Breaking : 'নারীরা আমার মাতৃ তুল্য', অভিযোগের ভিত্তিতে সাফাই দিয়ে কি বললেন ফিরহাদ হাকিম?

তৃণমূল নেতা ফিরাদ হাকিম তাঁর বিতর্কিত মন্তব্যের সাফাই দিয়ে বলেন, নারীদের সম্মান তাঁর মূল উদ্দেশ্য ছিল। তিনি স্পষ্ট করেন, নারীদের অসম্মান করার কোনো চিন্তা তাঁর ছিল না।

author-image
Debapriya Sarkar
New Update
firhaddh.jpg

নিজস্ব সংবাদদাতা : তৃণমূল নেতা ফিরাদ হাকিম তাঁর বিতর্কিত মন্তব্য নিয়ে সাফাই দিয়েছেন। গতদিন তিনি "হেরে ভূত হেরো মাল" মন্তব্য করে বিজেপিকে উদ্দেশ্য করেছিলেন, কিন্তু কেউ যদি ভুলভাবে সেটি বুঝে থাকেন, তা হলে তিনি দুঃখিত। হাকিম স্পষ্ট করেন, নারীদের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা রয়েছে এবং তিনি কখনওই কোনও নারীর অসম্মান করার কথা ভাবতে পারেন না।

c

তিনি বলেন, "নারীকে আমি মাতৃরূপে দেখি, আমার স্ত্রী, কন্যা, নেত্রী, মা— সবাই নারী।" বাংলার সংস্কৃতিতে নারীর প্রতি শ্রদ্ধা প্রদর্শন একটি মৌলিক ব্যাপার, বলেও উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, তিনি দুর্গা, কালী, লক্ষ্মী পুজো করেন কারণ বাংলার নারীকে সম্মান করা তাঁর সংস্কৃতির অংশ।

rekha firhad rekha

ফিরাদ হাকিম বলেন, "যদি আমার কোনও মন্তব্যে কাউকে কষ্ট পায়, তবে আমি সেই জন্য দুঃখিত।" তিনি স্পষ্টভাবে জানান, নারীদের অসম্মান করাই তাঁর উদ্দেশ্য ছিল না এবং তিনি কখনও এ ধরনের আচরণ করবেন না।