নিজস্ব সংবাদদাতাঃ ২১ শে জুলাইয়ের সমাবেশে এসে ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূল কর্মী সমর্থকরা।
সূত্র মারফত জানা গিয়েছে যে, সমাবেশে অনেক দূর থেকে কষ্ট করে তৃণমূল কর্মী সমর্থকরা এসেছেন। তাদের আশা ছিল যে সমাবেশে এসে ডিম ভাত খাওয়ার। তবে কিছু তৃণমূল কর্মী সমর্থকের দাবী যে, খাবার পাওয়ার জন্য তাদেরকে তিন ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। কিন্তু তারপরেও তারা খাবার পায়নি বলে অভিযোগ জানিয়েছে।
এক তৃণমূল কর্মী বললেন, '' পাক্কা তিন ঘণ্টার উপর লাইন দিয়ে রয়েছি। খাবার পাওয়া যাচ্ছে না। ব্যাপক ঠেলাঠেলি চলছে। চূড়ান্ত অব্যবস্থা। '' আর এক তৃণমূল সমর্থক বলছেন, " পরিবেশন যারা করছে তাদের সংখ্যাও বেশ কম। আয়োজনও বেশ কম। অনেক লোক লাইন দিয়ে খাবার পাচ্ছে না। খাবার শেষ হয়ে যাচ্ছে। পাতা শেষ হয়ে যাচ্ছে। ''