KIFF-এর মঞ্চ থেকে উত্তম-সত্যজিতের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন

২৯তম KIFF এর মঞ্চে উপস্থিত ছিলেন মিস্টার ইন্ডিয়া, ওরফে বলিউড তারকা অনিল কাপুর।

author-image
Adrita
New Update
f

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ ৫ ডিসেম্বর,মঙ্গলবার জমাটি অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। মঞ্চে এদিন উপস্থিত ছিলেন মিস্টার ইন্ডিয়া, ওরফে বলিউড তারকা অনিল কাপুর (Anil Kapoor)। শহরের সঙ্গে তার 'বিশেষ' সংযোগের কথা বললেন অনিল কাপুর। সেই সঙ্গে শ্রদ্ধাজ্ঞাপন করলেন বাংলার কালজয়ী দুই তারকা উত্তম কুমার (Uttam Kumar) ও সত্যজিৎ রায়ে উদ্দেশ্যে। 

hiren

এদিনের অনুষ্ঠানে কথা বলতে উঠে অনিল কাপুর বলেন, ' এই শুভ মুহূর্তে আমি সর্বকালের সেরা নায়ক, একজন অভিনেতা, উত্তম কুমারকে আমার শ্রদ্ধা জানাতে চাই। তিনি একজন দুর্দান্ত ব্যক্তিত্ব ছিলেন এবং নিজেই একটা ইনস্টিটিউশন। আমার একটি ছবি আছে যার নাম 'নায়ক'। আপনারা সকলে সেই ছবিটিকে সুপারহিট করেছেন। এখনও পৃথিবীর নানা জায়গার মানুষ আমাকে সেই ছবির কথা মনে করিয়ে দেন। ওই ছবিতে আমি নায়ক ছিলাম। পরে আমি জানতে পারি, বাংলাতেও 'নায়ক' নামের একটি ফিল্ম আছে। সত্যজিৎ রায়ের পরিচালনায়, এক ও অদ্বিতীয় উত্তম কুমার সেই নায়কের চরিত্রে ছিলেন। তারপর যখন আরও বিস্তারে জানতে পারি, বুঝতে পারি যে উত্তম কুমারের একটি ট্রেনের সফরের মাধ্যমে জীবনের সফর তাঁকে মহানায়ক তৈরি করেছে। ওই ছবিটি বাংলা থেকে একটা অন্যতম বড় উপহার শুধুমাত্র ভারতীয় সিনেমার জন্যই নয়, আন্তর্জাতিক মঞ্চেও। ১৯৬৬ সালে মুক্তি পাওয়া সত্ত্বেও ছবির সারমর্ম, চরিত্রগুলি ও বার্তা এখনও প্রাসঙ্গিক। '

hiring.jpg