নিজস্ব প্রতিবেদন : শিয়ালদা ডিভিশনের লোকাল ট্রেনের নতুন নির্দেশিকা অনুযায়ী, ট্রেনগুলোকে কোনও স্টেশনে ৩০ সেকেন্ডের বেশি দাঁড়িয়ে থাকতে দেওয়া হবে না। এই সিদ্ধান্তের উদ্দেশ্য শহরতলির ট্রেন পরিষেবার সময় মেনে চলা এবং যাত্রীদের দ্রুত পরিবহন নিশ্চিত করা।
শিয়ালদা ডিভিশন, পূর্ব রেলের আওতাধীন, শহরের সঙ্গে জেলার যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রতিদিন হাজার হাজার যাত্রী এই ট্রেনে শহরে আসেন, কিন্তু ট্রেনের সময়সূচি বজায় রাখতে ব্যর্থ হওয়ায় যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। নানা শাখায় দেরিতে চলার কারণে একাধিকবার যাত্রীদের বিক্ষোভ হয়েছে, কিন্তু পরিস্থিতির উন্নতি হয়নি।
ডিভিশনাল অপারেশনস ম্য়ানেজার এই নির্দেশিকা কার্যকর করার জন্য চালক, গার্ড এবং স্টেশন মাস্টারদের চিঠি দিয়েছেন। কর্তৃপক্ষের দাবি, এই পদক্ষেপ ট্রেনের চলাচল ত্বরান্বিত করবে এবং যাত্রীদের যাত্রা সহজ করবে। তবে তৃণমূল নেতা কুণাল ঘোষ এই সিদ্ধান্তের বিরুদ্ধে সতর্কতা জানিয়েছেন। তিনি বলছেন, এই নিয়ম বাস্তবায়ন হলে জনবহুল স্টেশনগুলোতে দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যাবে এবং অফিস টাইমে যাত্রীদের তাড়াহুড়ো বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করতে পারে।
সম্প্রতি, সোনারপুর লোকাল ট্রেনের পূর্ব ঘোষণা ছাড়াই বাতিল হওয়ার ঘটনাতেও যাত্রীদের ক্ষোভ বেড়েছে। ৮টা ৪২-এর সোনারপুর লোকাল বাতিল হওয়ায় সোনারপুর স্টেশনে অবরোধ সৃষ্টি হয় এবং এর ফলে দক্ষিণ শাখার অন্যান্য রুটেও প্রভাব পড়ে। যাত্রীদের নিরাপত্তা এবং সুবিধা বজায় রাখতে সঠিক পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে।