নিজস্ব সংবাদদাতা: সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে টানা ৪ দিন ভোগান্তির মুখে পড়তে পারেন রেলযাত্রীরা। ডানকুনি-শিয়ালদহ শাখায় এই কয়েকদিন বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। আগামী ৩ এবং ১০ সেপ্টেম্বর বাতিল করা হল কয়েকটি লোকাল ট্রেন। দূরপাল্লার কয়েকটি ট্রেনের যাত্রাও নিয়ন্ত্রণ করা হবে। ফলে দুর্ভোগে পড়তে পারেন যাত্রীরা।
ডানকুনি-খড়গপুর শাখায় ৬ নম্বর জাতীয় সড়কের উপর ওভারব্রিজ তৈরির কাজ করা হচ্ছে। ওই কাজের কারণে ২, ৩, ৯, ১০ সেপ্টেম্বর ২৪০ মিনিট ট্রাফিক এবং পাওয়ার ব্লক করা থাকবে। এই কারণে আগামী ৩ এবং ১০ সেপ্টেম্বর বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে ডানকুনি-শিয়ালদহ শাখায়। ডানকুনি থেকে পাঁচটি লোকাল ট্রেন বাতিল হয়ে গেল। এদিকে আবার শিয়ালদহ থেকে বাতিল করা হয়েছে আরও পাঁচটি লোকাল ট্রেন।
১২৩৬০ পটনা-কলকাতা গরিব রথ এক্সপ্রেস আগামী ২ এবং ৯ সেপ্টেম্বর আধ ঘণ্টা দেরিতে চলার সম্ভাবনা রয়েছে। ১৩১৪৮ বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস ৯ সেপ্টেম্বর এক ঘণ্টা দেরিতে চলতে পারে। আগামী ৩ এবং ১০ সেপ্টেম্বর আধ ঘণ্টা দেরিতে চলতে পারে ১২৩২৬ নঙ্গল দাম-কলকাতা গুরুমুখী এক্সপ্রেস। ১০ সেপ্টেম্বর এক ঘণ্টা দেরিতে চলতে পারে কামাখ্যা-লোকমান্য তিলক কর্মভূমি এক্সপ্রেস। ১০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৫টার বদলে সকাল সাড়ে ৭টায় আগরতলা থেকে ছাড়তে পারে ১২৫০৪ আগরতলা-বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস।