বিধ্বংসী রেমাল আসছে! বাতিল হয়ে গেল দিঘাগামী ট্রেন

রেমালের পূর্বে বাতিল হয়ে গেল ট্রেন।

author-image
Anusmita Bhattacharya
New Update
trainsfs.jpg

নিজস্ব সংবাদদাতা: সাইক্লোন 'রেমাল' কি তাণ্ডব চালাবে? যত তার আগমনের সময় এগিয়ে আসছে ততই ভয় দানা বাঁধছে মানুষের মনে। বঙ্গোপসাগরে নিম্নচাপটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগোচ্ছে আস্তে আস্তে। ১০০ থেকে ১২০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে।

12-cyclone-phailin3.jpg 

আশঙ্কা থেকেই এখন থেকেই আগাম প্রস্তুতি সেরে রাখছে প্রশাসন। সাইক্লোনের জন্য আগেভাগেই বেশ কয়েকটি ট্রেন বাতিল করে দিল দক্ষিণ পূর্ব রেল। ইতিমধ্যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়ছে মেদিনীপুরে। ঝড়-বৃষ্টি চলছে। রবিবার ২৬ মে হাওড়া-দিঘা কাণ্ডারী এক্সপ্রেস, পাশকুড়া-দিঘা মেমু, পাশকুড়া-দিঘা ইএমইউ বাতিল থাকবে। সোমবার ২৭ মে একাধিক ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে।

 tamacha4.jpeg