নিজস্ব সংবাদদাতা: লাইন রক্ষণাবেক্ষণের কাজ হওয়ার জেরে কয়েক ঘণ্টা বন্ধ থাকবে একাধিক লোকাল ট্রেন চলাচল। এই খবর প্রকাশ্যে আসতেই জোর চিন্তায় পড়েছে যাত্রীরা। তার কারণ শিয়ালদা ডিভিশনে ভোগান্তি হবে। শনিবার এবং রবিবার কয়েক ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হবে একাধিক লোকাল ট্রেনের যাতায়াত। শনিবার এবং রবিবার সরকারি অফিস ছুটি থাকলেও বহু বেসরকারি সংস্থা খোলা থাকায় লোকাল ট্রেন বন্ধ থাকলে যাতায়াতে সমস্যায় পড়তে হবে ট্রেনের যাত্রীদের। সঠিক সময়ে গন্তব্যে পৌঁছনো নিয়ে একটা আশঙ্কা দেখা দিচ্ছে। এই রক্ষণাবেক্ষণের কাজের জন্য বাতিল করে দেওয়া হয়েছে একাধিক লোকাল ট্রেন।
শনিবার মাঝরাত থেকে রবিবার সকাল পর্যন্ত ১০ জোড়া লোকাল ট্রেন বাতিল। মাঝেরহাট স্টেশনেও রক্ষণাবেক্ষণের কাজের জন্য ওই লাইনে একাধিক লোকাল ট্রেন বাতিল হচ্ছে। আর পূর্ব রেল আরও জানিয়েছে যে শিয়ালদা স্টেশনের কমন লাইনে রক্ষণাবেক্ষণের জন্য ৮ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকবে। শনিবার রাত ১২টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। তার জেরে যাত্রী ভোগান্তির আশঙ্কা আরো বেড়ে যাচ্ছে।
যে ট্রেনগুলি বাতিল থাকবে তার তালিকা অনুযায়ী শিয়ালদা থেকে বনগাঁ লোকাল, কল্যাণী সীমান্ত লোকাল, শান্তিপুর লোকাল, হাসনাবাদ লোকাল, হাবড়া লোকাল, ডানকুনি লোকাল, ব্যারাকপুর লোকাল, দত্তপুকুর লোকাল, রানাঘাট লোকাল এবং কৃষ্ণনগর লোকালের মতো ১০ জোড়ারও বেশি লোকাল ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। সুতরাং বিকল্প পথে গন্তব্যে পৌঁছতে হবে সেটা জেনে রাখুন। শনিবার বেসরকারি সব অফিস খোলা থাকে। যাঁরা জেলা থেকে কলকাতায় এসে কাজ করেন তাঁদের হবে বিস্তর সমস্যা। রবিবার কম হলেও বেসরকারি অফিসে কাজ হয়। মাঝেরহাট স্টেশনেও শনিবার রাত ১০টা ৪০ মিনিট থেকে রবিবার সকাল ১০টা ৪০ মিনিট পর্যন্ত ১২ ঘণ্টা ট্রাফিক এবং পাওয়ার ব্লক থাকায় শনিবার এক জোড়া শিয়ালদা–বজবজ লোকাল বাতিল থাকছে। রবিবারও ওই লাইনে একাধিক লোকাল ট্রেন চলবে না। নৈহাটি–বজবজ লোকাল ট্রেনটি শিয়ালদা পর্যন্ত পরিষেবা দেবে।