রাজাবাজার, পার্ক সার্কাস- ট্রাফিক আইন অমান্য! কোথায় নীতি পুলিশ?

আজ ভোরবেলা বেহালায় শিশু মৃত্যুর ঘটনা প্রমাণ করে দিল রাস্তায় বেরোলে প্রাণ হাতে নিয়েই বেরোতে হবে আপনাকে। কারণ সেখানকার সাধারণ মানুষের বিক্ষোভ বলে দিচ্ছে যে পুলিশের মুখোশ খুলে যাচ্ছে আস্তে আস্তে।

author-image
Anusmita Bhattacharya
New Update
ark_Circus_Seven-point_Crossing_-_Kolkata_20170922180520

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: 'ঘুষ নাও, ছেড়ে দাও', রাস্তায় বেরোলে পুলিশের এই নীতি সম্পর্কে বেশ কুখ্যাতি রয়েছে। যদিও মাঝে মাঝে সেইরকম কিছু কর্মকাণ্ড প্রকাশ্যে আসে তবে বেহালার ঘটনা প্রমাণ করে দিয়েছে পুলিশ চাইলে সব করতে পারে। একটা সাত বছরের ছোট্ট শিশুর প্রাণ লরির তলায় পিষে যাচ্ছে দেখেও নির্বিকার ছিল পুলিশ, ঠিক এমনটাই অভিযোগ উঠেছে বেহালার ওই ঘটনার পর। 

তবে এই ধরনের দুর্ঘটনা প্রতিনিয়ত করছে কলকাতার ব্যস্ত রাস্তাগুলিতে। কেন? রাস্তাঘাটে আইন শৃঙ্খলা রক্ষার জন্য ট্রাফিক আইন রয়েছে, ট্রাফিক গার্ড রয়েছে, ট্রাফিক পুলিশ রয়েছে। তবুও কেন এড়ানো যাচ্ছে না এমন মর্মান্তিক কাণ্ড? 

পার্ক সার্কাস কিংবা রাজাবাজার এলাকায় ট্রাফিক আইন থাকা সত্ত্বেও প্রতিনিয়ত দেখা যাচ্ছে হেলমেট বিহীন কিছু উদ্ধত যুবক বাইকে করে বেপরোয়া গতিবেগে চলে যাচ্ছে পাশ কাটিয়ে। এক্ষেত্রে পুলিশ নির্বিকার। 'সেটিং তত্ত্ব'ও উড়িয়ে দেওয়া যাচ্ছে না এখানে।