ব্রিজ মেরামতের জন্য কলকাতায় যান চলাচলে একাধিক নিষেধাজ্ঞা জারি

চারদিন বন্ধ থাকবে বালি ব্রিজের একদিকের লেন, জানাল পশ্চিমবঙ্গ পরিবহন দফতর। দক্ষিণেশ্বর থেকে বালিগামী গাড়িগুলিকে নিবেদিতা সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।

author-image
Jaita Chowdhury
New Update
,ghmnf

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: চারদিন বন্ধ থাকবে বালি ব্রিজের একদিকের লেন, জানাল পশ্চিমবঙ্গ পরিবহন দফতর। দক্ষিণেশ্বর থেকে বালিগামী গাড়িগুলিকে নিবেদিতা সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। তবে বালি থেকে দক্ষিণেশ্বরের দিকে যাওয়া লেনটিতে আপাতত যান চলাচল স্বাভাবিক রেখেছে পুলিশ। 

বালি ব্রিজ ওরফে বিবেকানন্দ সেতুর বালিমুখী লেন বন্ধ হবে ২২ জানুয়ারি (বুধবার) রাত ১২টায়। ফের চলাচল স্বাভাবিক হবে ২৭ জানুয়ারি (সোমবার) ভোর ৪টে থেকে। আপাতত, ব্রিজে ট্রাক, বাস বা অন্য ভারী গাড়ি দক্ষিণেশ্বর থেকে বালির দিকে যেতে পারবে না। ফলত, অসুবিধায় পড়তে পারেন নিত্যযাত্রীরা। 

পশ্চিমবঙ্গ পরিবহন দফতরের সচিব আইএএস অফিসার ড. সৌমিত্র মোহন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, 

১. বালিঘাট থেকে বালিহল্টের ব্রিজের নিচের রাস্তা (RUB):  ২৩ জানুয়ারি রাত ১২টা থেকে ২৭ জানুয়ারি ভোর ৪টে, ১০০ ঘণ্টার জন্য বন্ধ থাকবে যান চলাচল। 

২. বালি ব্রিজ (দক্ষিনেশ্বর-বালিহল্ট ফ্ল্যাঙ্ক): ২৩ জানুয়ারি রাত ১২টা থেকে ২৭ জানুয়ারি ভোর ৪টে, ১০০ ঘণ্টার জন্য জন্য বন্ধ থাকবে যান চলাচল। 

৩. বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে (দক্ষিণেশ্বর-এয়ারপোর্ট ফ্ল্যাঙ্ক): জানুয়ারি ২৩- জানুয়ারি ২৪, রাত আটটা থেকে সকালে আটটা পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল। 

 ৪. স্কাই ওয়াক ও আরকেপি দেব রোড: ২৫ ও ২৬ জানুয়ারি, রাত দশটা থেকে সকাল নটা পর্যন্ত ১১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকবে। 

bhjkgfhnb

জানা গিয়েছে, ২২ জানুয়ারি মাঝরাত থেকে ২৭ জানুয়ারি ভোর পর্যন্ত পুরনো বালি ব্রিজের উপরে থাকা রেললাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সাধারণ মানুষের সুবিধার জন্য সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত দু’চাকা এবং তিন চাকার যান চলাচলের নির্দেশিকা দিয়েছে পুলিশ।