নবান্ন অভিযানের করুণ পরিণাম! চিরদিনের জন্য দৃষ্টি হারাতে পারেন এই ট্রাফিক সার্জেন্ট

ওই চোখের দৃষ্টি ফিরে পাওয়ার সম্ভাবনা খুব কম।

author-image
Anusmita Bhattacharya
New Update
shutterstock_751614106_header-1024x575

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: একটা নবান্ন অভিযানের এতো করুণ পরিণাম। মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে হওয়া মিছিল থেকেই গুরুতর আঘাতপ্রাপ্ত হলেন এক পুলিশ আধিকারিক।

nabanna abhijan

চার ঘণ্টার টানা অস্ত্রোপচার ব্যর্থ। মঙ্গলবারের নবান্ন অভিযানের সময় মিছিল থেকে উড়ে আসা ইটের আঘাতে মাত্র ৩৭ বছর বয়সেই চিরদিনের জন্য একদিকের চোখের দৃষ্টি হারানোর পথে কলকাতা পুলিশের ইস্ট ডিভিশনের ট্রাফিক সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী।

hjhkoi9p

খিদিরপুর থেকে যে দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার রাস্তার কাছাকাছি নজর রাখাকালীন তার চোখে এসে লাগে পাথর-ইঁট। একটি চোখ নষ্ট হয়ে যেতে পারে যা জানিয়েছেন ডাক্তারই। 

ghnhoil