নিজস্ব সংবাদদাতা: শুক্রবার সন্ধে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে কসবায় শপিং মলের কাছে বাড়ি কলকাতা পৌরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলা হয়। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়ে তাঁকে হত্যা করার চেষ্টা করা হয়। কিন্তু বন্দুক লক হওয়ার কারণে সেই বন্দুক চলে না। বরাত জোরে কাউন্সিলর সুশান্ত ঘোষ বেঁচে যান। ঘটনায় কার্যত আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। তবে বিরোধী রাজনৈতিক দলের হাত কার্যত উড়িয়ে দিয়েছেন।
ঘটনার পর কাউন্সিলর সুশান্ত ঘোষের সঙ্গে দেখা করেন তৃণমূলের শীর্ষস্থানীয় নেতারা। আসেন তৃণমূল নেতা জাভেদ খান, মালা রায়। পুলিশের ঊর্ধ্বপদস্থ আধিকারিকরা তাঁর সঙ্গে দেখা করেন। তৃণমূল কাউন্সিল বলেন, ঘটনায় তিনি যতটা ভয় পেয়েছেন, তার থেকেও বেশি কষ্ট পেয়েছে।