নিজস্ব সংবাদদাতা: আর জি কর কান্ডের চার মাস পর। তবুও মেলেনি বিচার। কাল শ্যামবাজারে গণকনভেনশনের ডাক। গণকনভেনশনের ডাক দিয়েছে চিকিৎসক ও নাগরিক সমাজ। কাল দুপুর ৩ টে নাগাদ শ্যামবাজারের বাটার সামনে হবে এই গণকনভেনশন।