নিজস্ব সংবাদদাতা: গত রাতে যখন সবাই ব্যস্ত মেয়েদের রাত দখল নিয়ে, ঠিক সেই সময়ই আরজি করে চড়াও হয় ১০০ থেকে ১৫০ জন দুষ্কৃতি। যারা হাসপাতালে রীতিমতো তাণ্ডব চালায়। সেই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ বঙ্গবাসী। একে তো আরজি করের ঘটনায় ক্ষুব্ধ ছিলই সকলে তার মধ্যে গত রাতের ভাঙচুর; সবকিছু রাজ্য সরকার এবং প্রশাসনকে চাপা ফেলার জন্যে যথেষ্ট। আর এবার সেই ঘটনাতেই রাজ্য জুড়ে অবরোধের ডাক দিল রাজ্য বিজেপি।
File Picture
আগামীকাল দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত রাজ্য জুড়ে বিভিন্ন এলাকায় অবরোধ করবে বিজেপির কর্মী সমর্থকেরা। মূলত, একেবারে কর্মবিরতিতে যাবে সেই সময় সকলে। সকলের একটাই দাবি হবে, এই নক্ক্যারজনক ঘটনার জন্যে শীঘ্রই পদত্যাগ করতে হবে মুখ্যমন্ত্রীকে। এদিন এমনই বার্তা দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এবার বিজেপির একটাই দাবি, ‘মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই’।