নিজস্ব সংবাদদাতা : বড়দিনে দক্ষিণবঙ্গের শীতের তেমন কোনো তীব্রতা না থাকলেও ঠান্ডার আমেজ অনুভূত হবে। কলকাতা ও আশেপাশে আগামী ৪ দিন তাপমাত্রায় কোনো বড় পরিবর্তন হবে না। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৬ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে তাপমাত্রায় খুব একটা পরিবর্তন হবে না এবং দিনের বেলা উষ্ণতা অনুভূত হতে পারে।
দার্জিলিঙে বড়দিনে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অন্যদিকে উত্তরবঙ্গের কিছু জেলায় ঘন কুয়াশা থাকতে পারে। বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ সৃষ্টি হলেও তা পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে চলে যাবে, ফলে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূলে ভারী বৃষ্টি হতে পারে।
উত্তর ভারতে শীতের দাপট থাকলেও বাংলায় শীতের তীব্রতা কম। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকলেও ডিসেম্বরের শেষ সপ্তাহেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। আবহাওয়া সম্পর্কিত আরো খবর জানতে ক্লিক করুন।