আজ আরজি কর ধর্ষণ কাণ্ডে রায় ঘোষণা- তার আগে তিলোত্তমার বাবা দিলেন বিশাল বার্তা- কি বললেন? শুধু দেখুন

তার আগে তিলোত্তমার বাবা দিলেন বিশাল বার্তা।

author-image
Aniket
New Update
x

নিজস্ব সংবাদদাতা: আজ আরজি কর ধর্ষণ কাণ্ডে রায় ঘোষণা রয়েছে। তার আগে তিলোত্তমার বাবা দিলেন বড় বার্তা। তিনি বলেছেন, "আমাদের আইনজীবী এবং সিবিআই আমাদের আদালতে না যেতে বলেছেন। সাম্প্রতিক আদালতের কার্যক্রম সম্পর্কে আমার কোনো ধারণা নেই। সিবিআই কখনও আমাকে কোথাও ডাকেনি, তারা একবার বা দুবার আমাদের বাসভবনে এসেছিল কিন্তু যখনই আমরা তাদের তদন্তের বিষয়ে জিজ্ঞাসা করি, তারা সবসময় বলে যে এটি চলছে। আমার মেয়ের ঘাড়ে কামড়ের দাগ ছিল কিন্তু সেখান থেকে একটি সোয়াব সংগ্রহ করা হয়নি। ময়নাতদন্ত প্রতিবেদনে কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। সিবিআই খুব একটা চেষ্টা করছে না। এর সঙ্গে কেউ জড়িত আছে। ডিএনএ রিপোর্টে দেখা যায় সেখানে ৪ জন পুরুষ ও ২ জন মহিলা উপস্থিত ছিলেন। আমরা চাই এর সঙ্গে জড়িত সকলের শাস্তি হোক।”