নিজস্ব সংবাদদাতাঃ আজকে থেকেই আর জি কর হাসপাতালে মোতায়েন হল আধা সামরিক বাহিনি। সূত্র মারফত জানা গিয়েছে যে, সুপ্রিম কোর্টের নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, আজ আর জি করে ২ কোম্পানি CISF মোতায়েন থাকবে। হাসপাতালের ভিতরের সুরক্ষায় থাকবে আধা সেনা। হাসপাতালের বাইরে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব কলকাতা পুলিশের।
আপাতত হাসপাতালে মোতায়েন হবে ২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে বয়েজ ও লেডিজ হস্টেল, হাসপাতালের বিভিন্ন বিল্ডিং, ঢোকা-বেরোনোর গেট মিলিয়ে ২৫টি জায়গায় মোতায়েন থাকছে আধাসেনা। এ ছাড়া, ক্যুইক রেসপন্স টিমের সঙ্গেও থাকবে কেন্দ্রীয় বাহিনী। সব মিলিয়ে একদিনে ৩ শিফটে ১৮৫ জন আধাসেনা মোতায়েন থাকছে হাসপাতাল চত্বরে।