আজ সাজা পাবে সঞ্জয়, নিরাপত্তার বেষ্টনী দেখেছেন শিয়ালদাহয়?

প্রায় ৫০০ পুলিশ কর্মী মোতায়েন রয়েছে শিয়ালদাহ কোর্ট সহ আশেপাশের এলাকায়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-01-20 at 11.59.19

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: আরজি কর মামলার সাজা ঘোষণা হবে আজ। গত ৯ জানুয়ারিই আদালত জানিয়েছিল, ‘আগামী ১৮ জানুয়ারি এই মামলায় রায়দান করা হবে’। সেই অনুযায়ী, আরজি কর মামলায় শনিবার দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয় রায়কে। ইতিমধ্যেই সিবিআই ধৃত সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছে। এই পরিস্থিতিতে শিয়ালদাহর অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত সঞ্জয়কে ফাঁসি দেয় কি না, সেদিকে নজর সবার।

অন্যদিকে, আজ এমন এক সেন্সিটিভ মামলার সাজা ঘোষণা থাকায় শিয়ালদাহ কোর্ট চত্বরকে কার্যত দূর্গে পরিণত করেছে প্রশাসন। শিয়ালদাহ কোর্টে রায় দানকে কেন্দ্র করে পুলিশের তরফ থেকে শিয়ালদাহ কোর্ট পুলিশি বলয়ের দ্বারা ঘিরে ফেলা হয়েছে। আজও শনিবারের মত আরজি কর মামলা ছাড়া বাকি সব মামলার শুনানি স্থগিত করে দেওয়া হয়েছে। আদালতে, শুধু আজ শোনা হবে আরজি কর মামলার সাজা। তাই সেই জন্যে রয়েছে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা। 

WhatsApp Image 2025-01-20 at 11.59.19 (1)

প্রায় ৫০০ পুলিশকর্মী মোতায়েন রয়েছে আজ শিয়ালদাহ কোর্ট চত্বরে। রয়েছেন দুজন ডিসি পদমর্যাদার আধিকারিক, অ্যাসিস্ট্যান্ট কমিশনার রয়েছেন পাঁচ জন, এসআই পদমর্যাদার আধিকারিকরা রয়েছেন ৩১ জন, এএসআই পদমর্যাদার আধিকারিকরা রয়েছেন ৩৯ জন, কনস্টেবল রয়েছেন ২৯৯ জন, এবং মহিলা পুলিশ মোতায়েন রয়েছেন ৮০ জন। সব মিলিয়ে প্রায় ৫০০ পুলিশ কর্মী মোতায়েন রয়েছে শিয়ালদাহ কোর্ট সহ আশেপাশের এলাকায়।

cdryhjk