' আজ ভাঙচুর করে গেলাম, কাল ধর্ষণ করে যাব, মা-বাচ্চা কাউকে ছাড়ব না ! '

আতঙ্কে নার্সরা।

author-image
Adrita
New Update
ew

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ আর জি করের ঘটনার প্রতিবাদে গতকাল সারা বাংলা পথে নেমেছিল। হাসপাতালের জরুরি বিভাগে গতকাল হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। যার ফলে আজ সকাল থেকেই ব্যহত হয়েছে জরুরি পরিষেবা। 

Shocking revelation about RG Kar Medical College accused Post as Police  chilling details खुद को बताता था पुलिस, बैरक में रुकता था; कोलकाता आरजी कर  मेडिकल कॉलेज के दरिंदे पर नए खुलासे,

গতকালের এই ভাঙচুরের ঘটনায় আজকে বেশ ভয়েই রয়েছেন হাসপাতালের নার্সরা। গতকালের ঘটনার ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন এক নার্স। টার কথায়, '' ট্রমা কেয়ার বিল্ডিংয়ে ছিলাম আমি। আমাকে ও আমাদের অনেক কর্মীকে বলা হয়, আজ বাচ্চাদের ওয়ার্ড ভেঙেচুরে গেলাম, কাল মা-বাচ্চা-বোন কাউকে ছাড়ব না। পুলিশ আমাদের কোনও নিরাপত্তা দিতে পারেনি, সেটাও ওরা দেখেছে। সেটা দেখেই এই হুমকি। '' 

তিনি আরও বলেন যে, '' পুলিশ মুখের উপর বলেছে ভগবানের ভরসায় থাকুন, আমরা কিছু করতে পারব না। '' নার্সরা ভয়ে সিটিয়ে আছেন। 

তারা আরও বলেন যে, '' আমরা নিজেরা চোখে দেখেছি, এমার্জেন্সি পুরো ভেঙেচুরে শেষ করে দিয়ে গেছে। তার পরে ওপরে উঠছিল ওরা, ইএনটি বিভাগ পর্যন্ত উঠতে পারে, সেখানেও ভাঙচুর করে। চেস্ট ডিপার্টমেন্টের যে সেমিনার হলে খুনের ঘটনা ঘটেছিল, যেটা ক্রাইম সিন, সেই ঘরে বারবার ধাক্কা দেওয়া হচ্ছিল। চেস্ট ওয়ার্ডের নার্সরা বুদ্ধি করে আলো নিভিয়ে দরজা বন্ধ করে দিয়েছিল। তাই হামলাকারীরা ফিরে যায়। '' 

Miscreants disrupt midnight protest against Kolkata doctor's rape-murder,  wreak havoc at RG Kar hospital | Kolkata News - The Indian Express

Adddd