নিজস্ব সংবাদদাতাঃ কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল ২৫ সেপ্টেম্বরের মধ্যে আপার প্রাইমারির নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। সেই নির্দেশ মেনে ২৫ সেপ্টেম্বরই প্যানেল প্রকাশ করার কথা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। আজ সন্ধ্যার মধ্যেই প্রকাশিত হবে আপার প্রাইমারির প্যানেল। প্রায় এক দশক পর চাকরির সম্ভাবনা ১৪ হাজার চাকরিপ্রার্থীর।
কিন্তু এখনও বিপদমুক্ত নয় আপার প্রাইমারি প্যানেল। কারণ একটি মামলায় ছাড়পত্র পেয়েছে আপারের প্যানেল। তবে অন্য মামলার আশঙ্কা চাকরিপ্রার্থীদের। তবে এসএসসি সূত্রে জানা গিয়েছে, আজ প্যানেল প্রকাশের পর পুজোর আগে হতে পারে প্রথম কাউন্সেলিং। প্যানেলের মেয়াদ ১ বছর, সেই সময়ের মধ্যেই সম্পন্ন হবে কাউন্সেলিং। ২০২৫ সালে যোগ্যরা পাবেন চাকরির সুপারিশপত্র ইস্যু।
গত ২৮ অগস্ট ৪ সপ্তাহের ডেডলাইন স্থির করেছিল আদালত। সেইমতোই সোমবার ২৩ তারিখ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হল ২৫ তারিখ অর্থাৎ বুধবার প্যানেল প্রকাশ করা হবে। চাকরিপ্রার্থীদের বক্তব্য ছিল, গত মাসে ডিভিশন বেঞ্চের চূড়ান্ত রায়দানে নির্দেশ হয়েছে আপার প্রাইমারি (২০১৬) নিয়োগে ১৪০৫২ জন প্রার্থীকে চাকরি দেওয়ার ও সুনিশ্চিত করার। ২৮ নভেম্বরের মধ্যেই ১৪০৫২ জন প্রার্থীর নিয়োগ নিশ্চিত করারও নির্দেশ দেয় আদালত। কিন্তু তারপরও কমিশনের সক্রিয়তা নজরে আসছে না বলে দাবি চাকরিপ্রার্থী। এরপরই দেখা গেল প্যানেল প্রকাশের বিজ্ঞপ্তি জারি করে এসএসসি।