আজ বেলা ১২টায় জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ভবন অভিযান

আন্দোলন চালিয়ে যেতে অনড় জুনিয়র ডাক্তাররা।

author-image
Adrita
New Update
্ব

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ আজ আরজি কাণ্ডের বিচারের দাবীতে বেলা ১২টায় করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন অভিযান করবে আন্দোলনকারী চিকিৎসকরা। 

৫ দফা দাবি নিয়ে আজ স্বাস্থ্য ভবন অভিযান

সূত্র মারফত জানা গিয়েছে যে, কর্মবিরতিতে অনড় রয়েছে তারা। এ ক্ষেত্রে উল্লেখ্য যে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেছেন অবিলম্বে হাসপাতালে ফিরতে হবে। সুপ্রিম কোর্ট তাদের মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে কাজে যোগদানের নির্দেশ দিয়েছে। তবে তারা সেই পরামর্শে খুশী নন। তারা তাদের আন্দোলনে অনড় থাকবে। 

RG Kar Protest: Junior Doctors marching towards Swasthya Bhawan

তাদের দাবী যে, হাসপাতালে ডাক্তারদের কোনও নিরাপত্তা নেই। তাই তারা সুরক্ষিত বোধ করবেন না কাজ করতে। চিকিৎসকদের বক্তব্য,'' সরকার যদি আমাদের এই গণতান্ত্রিক আন্দোলনকে আটকাতে চায় তাহলে, যে জিনিস আপনারা লালবাজারের সময় দেখেছেন,সেই একই জিনিস দেখবেন। আমরা সরকারের উদ্দেশ্যে জানিয়ে দিতে চাই মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে রাজ্য সরকার আমাদের এই দাবিগুলো মিটিয়ে দিক, তবেই আমরা কর্মবিরতি প্রসঙ্গে ওনাদের আবেদন নিয়ে ভেবে দেখতে পারি। '' 

RG Kar Incident: দ্রুত বিচারের দাবি, আজ সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্যভবন  অভিযান জুনিয়র ডাক্তারদের