নিজস্ব সংবাদদাতা: ধর্মতলায় আরজি কর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তাররা অনশন করছেন। গত ৫ অক্টোবর থেকে সেই অনশন চলছে কিন্তু এখনও পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কোনও সদর্থক ভূমিকা নেওয়া হয়নি বলেই অভিযোগ। এই অবস্থায় প্রথমে শহরের তিন নামী বেসরকারি হাসপাতাল 'পেন ডাউন' করার সিদ্ধান্ত নিয়েছিল। আর তার কিছু সময় পরেই প্রায় সব বেসরকারি হাসপাতালই ‘পেন ডাউন’ কর্মসূচীতে অংশ নেন সিনিয়র চিকিৎসকেরা। অর্থাৎ এবার প্রতিবাদ আরও চরমে।
যা জানা যাচ্ছে, আজ সকাল ৬টা থেকে শুরু হয়েছে এই প্রতীকী অনশন ও পেন ডাউন কর্মসূচী। চলবে বুধবার সকাল ৬টা পর্যন্ত। আর এই সময়ের মধ্যে রাজ্যের প্রায় সবকটি হাসপাতালেই জরুরী পরিষেবা, গুরুত্বপূর্ণ ওটি ছাড়া বাকি পরিষেবাই বন্ধ থাকবে। এই হাসপাতাল গুলিতে কাজ বন্ধ রাখবেন সিনিয়র চিকিৎসকেরা, স্বাস্থ্য কর্মীরা।
প্রথম এই পেন ডাউন কর্মসূচীর ডাক দেন, সিকে বিড়লা, উডল্যান্ড এবং কোঠারি হাসপাতালের সিনিয়র ডাক্তাররা। তাঁরা সংবাদমাধ্যমে জানান, ‘আগামী ১৪ এবং ১৫ তারিখ 'পেন ডাউন' করতে চলেছেন তাঁরা। জরুরী পরিষেবা চললেও আর কোনও পরিষেবা মিলবে না এই দু’দিন। আর এই দু’দিনের মধ্যে যদি সরকার কোনও পদক্ষেপ না নেই, তাহলে আন্দোলনের তীব্রতা আরও বাড়বে’। জুনিয়র ডাক্তারদের এই আমরণ অনশন দেখেই তাঁদের পাশে দাঁড়াচ্ছেন অন্যান্য হাসপাতালের চিকিৎসকেরা।