নিজস্ব সংবাদদাতাঃ বৃ্ৃষ্টি উপেক্ষা করেই আরজি করের হত্যা মামলায় আজ ফের একবার রাস্তায় নেমেছেন জুনিয়র চিকিৎসকরা।
আজ স্বাস্থ্যভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধর্না অবস্থানের ষষ্ঠ দিন অতিক্রান্ত। এখনও তারা তাদের পাঁচ দফা দাবী নিয়েই অনড় রয়েছেন। আজ ধর্মতলা থেকে শ্যামবাজারে মহা মিছিল।
আজ এই মিছিলে যোগ দিয়েছেন বিভিন্ন স্কুল এবং কলেজের প্রাক্তন পড়ুয়ারা।
আজ শহরের নানা জায়গায় জুনিয়র ডাক্তার থেকে সাধারণ মানুষরা বিচারের দাবীতে রাস্তায় নেমেছেন। বিচারের দাবী চেয়ে সমাজের সর্ব স্তরের মানুষরা আজ পথে নেমেছেন।
যাদবপুরে আজ এই নিয়ে পথে নেমেছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তারা। পথে নেমেছেন ব্রিগেডিয়ার, মেজর এবং কর্নেলরা।
অন্যদিকে, জুনিয়র চিকিৎসকদের পাশেই রয়েছেন সরকারি এবং বেসরকারী নার্সরাও। তারা আজ করুণাময়ী থেকে প্রতিবাদের ডাক দিয়েছে। তাদের স্লোগান, '' মুক্ত করো ভয়। ''
আজ তারা করুণাময়ী থেকে সল্টলেকের সেন্ট্রাল পার্কে গিয়ে জুনিয়র চিকিৎসকদের সাথে মিলিত হবেন।
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, পাঁচদিন পেরিয়ে ষষ্ঠ দিনে পড়েছে জুনিয়র চিকিৎসকদের ধর্না অবস্থান। তাদের পাঁচ দফার দাবী নিয়েই তারা এই আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। তিলোত্তমা তথা অভয়ার বিচারের দাবীতে জুনিয়র ডাক্তাররা এই আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
আজ তিলোত্তমার জন্য বিচার চেয়ে ওয়েলিংটনের পথে নেমেছে ক্যালকাটা গার্লস স্কুলের প্রাক্তনীরা। তবে এবার তাদের স্লোগানের পরিবর্তন হয়েছে।
তাদের স্লোগান, ' R G নয়, দাবী KAR ' এছাড়াও, ধর্মতলায় আছেন বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা।
কলেজ স্কোয়ারেও আজ প্রাক্তন পড়ুয়ারা এক পথ নাটিকার আয়োজন করা হয়েছে।