নিজস্ব সংবাদদাতাঃ আজ ২২ শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৩ তম প্রয়াণ দিবস। প্রতি বছর দেশ জুড়ে পালিত হয় এই দিনটি। আজকের এই দিনের অনুষ্ঠানের জন্য সারা বছর অপেক্ষা করে থাকে রবীন্দ্র অনুরাগীরা।
সূত্র মারফত জানা গিয়েছে যে, প্রথা মেনে আজ বাইশে শ্রাবণ পালিত হয়েছে শান্তিনিকেতনের বিশ্বভারতীতে। আজ ভোরে বিশ্বভারতীর গৌর প্রাঙ্গণে বৈতালিক, উপাসনা মন্দিরে বিশেষ উপাসনা ও উদয়ন বাড়িতে পুষ্পপ্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে কবিকে শ্রদ্ধা জানানো হয়।
সূত্র মারফত জানা গিয়েছে যে, আজ কবির প্রয়াণ দিবস উপলক্ষে বৃক্ষরোপণের আয়োজন করা হয়েছে। আরও জানা গিয়েছে যে, আগামী ১৬ অগস্ট পর্যন্ত ২২ শে শ্রাবণ উপলক্ষে বিশ্বভারতীতে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।