প্রতীকি শিরদাঁড়ার পরিবর্তে কুণাল ঘোষের কাটআউট! রাতারাতি বদলে গেল এই ক্লাবের পুজোর থিম

বিতর্ক এড়াতে বেলাঘাটার ক্লাব নিজেদের পুজোর থিম পরিবর্তন করেন।

author-image
Tamalika Chakraborty
New Update
junior doctor mmm

নিজস্ব সংবাদদাতা: বেলেঘাটা গান্ধী মাঠ ফ্রেন্ডস সার্কলের এবারের মণ্ডপসজ্জায় ব্যবহার করা হয়েছিল 'শিরদাঁড়া'।  আরজি কর কাণ্ড ও জুনিয়র চিকিৎসকদের লালবাজার অভিযানের পরেই প্রতীকি শিরদাঁড়া নিয়ে একাধিক জলঘোলা হয়েছে। এই প্রতীকি শিরদাঁড়া করা হয়েছে বেলেঘাটা গান্ধী মাঠ ফ্রেন্ডস সার্কেলে। যদিও এই ক্লাবে 'বাবাই পরিবারের মেরুদণ্ড' ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। কিন্তু সেই প্রতীকি শিরদাঁড়া এখন ক্লাবের পিছনের দিকে অবস্থান। ক্লাবের সামনে মণ্ডপে বর্তমানে রয়েছে কুণাল ঘোষের কাটআউট। 

ক্লাব কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, তাঁরা কোনও রকম চাপে এই সিদ্ধান্ত নেননি। বরং সমস্ত ধরনের বিতর্ক এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, আরজি কর কাণ্ডে এই প্রতীকি শিরদাঁড়া একটা বড় জায়গা দখল করে নিয়েছে। জুনিয়র চিকিৎসকরা লালবাজার অভিযান করেন। সেখানে তৎকালীন পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেন, তাঁকে প্রতীকি শিরদাঁড়া উপহার দেন। এই নিয়ে জুনিয়র চিকিৎসকরা যেমন সমালোচিত হয়েছিলেন। তেমনি প্রশংসিত হয়েছিলেন। 

 tamacha4.jpeg