"অভিষেকের নির্দেশ মেনে যারা কাজ করেন তাদের সরানো হয়েছে"- এল চাঞ্চল্যকর দাবি!

কে করলেন এই দাবি?

author-image
Anusmita Bhattacharya
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতা: তৃণমূল শিক্ষা সেলে রদবদলে নতুন বিতর্ক। বাদ পড়লেন একাধিক শিক্ষক নেতা। "অভিষেকের নির্দেশ মেনে যারা কাজ করেন তাদের সরানো হয়েছে"অভিষেকের নির্দেশ মেনে যারা কাজ করেন তাদের সরানো হয়েছে", পদ হারিয়ে চঞ্চল্যকর দাবি এক শিক্ষক নেতার। জেলা সভাপতিদের সুপারিশ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়েই কমিটি পুনর্গঠন, দাবি তৃণমূল শিক্ষা সেলের চেয়ারম্যান ব্রাত্য বসুর।