নিজস্ব সংবাদদাতা: আশিষ পাণ্ডের গ্রেফতারের পর ফের সরব হলেন তৃণমূলের চিকিৎসক নেতা শান্তনু সেন। প্রথম থেকেই আরজি করের থ্রেট কালচারের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। সন্দীপ ঘোষের গ্রেফতারির সময় সরব হয়েছিলেন শান্তনু সেন। সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ সেই সময় শান্তনু সেন করেছিলেন। তিনি বলেন, তাঁর মেয়ে যিনি ডাক্তারি পড়ছেন আরজি করে। তাঁকেও হুমকি দিয়েছিলেন আশিষ পাণ্ডে ও তাঁর দলবল। পাশাপাশি তিনি বলেন, এই কথা তৃণমূল সুপ্রিমো জানলে কখনই বরদাস্ত করতেন না।
আশিষ পাণ্ডের বিরুদ্ধে আরও অভিযোগ করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। তিনি বলেন, " কলেজ কর্তৃপক্ষের কারা কারা, তার মাথায় হাত রেখেছিল, সেটাও আজ সবারই জানা হয়ে গেছে। জুনিয়রদের ভয় দেখানো, ফেস্টিভ্যালের নামে টাকা তোলা, পরীক্ষায় পাশ ফেল নিয়ন্ত্রণ করা, প্রশ্ন বলে দেওয়া , হোস্টেলে হোস্টেলে রেগিং করা, বেআইনিভাবে হাউসস্টাফশিপ দেওয়া, সিনিয়ার ডাক্তারদের মারধর করা, প্রাক্তনীদের ঘরে তালা মেরে দেওয়া সহ বিভিন্ন আর্থিক দুর্নীতির নায়ক ছিল এই বিখ্যাত আশিষ পাণ্ডে।" আশিষ পাণ্ডের বিরুদ্ধে আরজি করের জুনিয়র চিকিৎসকরাও অভিযোগ করেন।
আমার মেয়েকও হুমকি দিয়েছিল আশিষ পাণ্ডে! অভিযোগ খোদ তৃণমূলের রাজ্যসভায় সাংসদ
তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন অভিযোগ করেন, আশিষ পাণ্ডে তাঁর মেয়েকেও হুমকি দিয়েছিল।
Follow Us
নিজস্ব সংবাদদাতা: আশিষ পাণ্ডের গ্রেফতারের পর ফের সরব হলেন তৃণমূলের চিকিৎসক নেতা শান্তনু সেন। প্রথম থেকেই আরজি করের থ্রেট কালচারের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। সন্দীপ ঘোষের গ্রেফতারির সময় সরব হয়েছিলেন শান্তনু সেন। সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ সেই সময় শান্তনু সেন করেছিলেন। তিনি বলেন, তাঁর মেয়ে যিনি ডাক্তারি পড়ছেন আরজি করে। তাঁকেও হুমকি দিয়েছিলেন আশিষ পাণ্ডে ও তাঁর দলবল। পাশাপাশি তিনি বলেন, এই কথা তৃণমূল সুপ্রিমো জানলে কখনই বরদাস্ত করতেন না।
আশিষ পাণ্ডের বিরুদ্ধে আরও অভিযোগ করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। তিনি বলেন, " কলেজ কর্তৃপক্ষের কারা কারা, তার মাথায় হাত রেখেছিল, সেটাও আজ সবারই জানা হয়ে গেছে। জুনিয়রদের ভয় দেখানো, ফেস্টিভ্যালের নামে টাকা তোলা, পরীক্ষায় পাশ ফেল নিয়ন্ত্রণ করা, প্রশ্ন বলে দেওয়া , হোস্টেলে হোস্টেলে রেগিং করা, বেআইনিভাবে হাউসস্টাফশিপ দেওয়া, সিনিয়ার ডাক্তারদের মারধর করা, প্রাক্তনীদের ঘরে তালা মেরে দেওয়া সহ বিভিন্ন আর্থিক দুর্নীতির নায়ক ছিল এই বিখ্যাত আশিষ পাণ্ডে।" আশিষ পাণ্ডের বিরুদ্ধে আরজি করের জুনিয়র চিকিৎসকরাও অভিযোগ করেন।