BREAKING: ৩০ নভেম্বর প্রধান বক্তা কল্যাণ বন্দ্যোপাধ্যায়-ফিরহাদ হাকিম! কি করছে TMC?

কি হবে ঐদিন?

author-image
Anusmita Bhattacharya
New Update
TMC hj1.jpg

নিজস্ব সংবাদদাতা: ওয়াকফ বিলের বিরোধিতায় এবার রাস্তায় নামছে তৃণমূল। ৩০ নভেম্বর রানী রাসমণি এভিনিউয়ে সমাবেশের ডাক তৃণমূল কংগ্রেসের। প্রধান দুই বক্তা কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম। চলতি বিধানসভা অধিবেশনেও ওয়াকফ বিলের বিরোধিতায় প্রস্তাব আনছে সরকারপক্ষ।